
বিনোদোন ডেস্ক: ঢাকাই সিনেমায় নায়ক রোশান পথ চলতে শুরু করেছিলেন জাজ মাল্টিমিডিয়ার ‘রক্ত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। এরপর ‘ধ্যাততেরিকি’, ‘ককপিট’, ‘বেপরোয়া’ সিনেমায় অভিনয় করেছেন। কলকাতার সিনেমা ‘ককপিট’ অভিনয় করেও বেশ সাড়া পান এ নায়ক। সুদর্শন এ নায়ক এবার প্রথমবারের মতো দেশে জাজের বাইরে অন্য কোনো প্রতিষ্ঠানের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। তার নতুন ছবিটির নাম ‘সুন্দরীতমা’। যুগল নির্মাতা ইস্পাহানি আরিফ জাহানের পরিচালনায় নির্মিত হবে সিনেমাটি। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে এ ছবির ঘোষণা দেন এর নির্মাতারা। ওই রেস্তোরাঁই সিনেমাটির চুক্তিপত্রে সই করেন রোশান। এ সময় ইস্পাহানি আরিফ জাহান ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। ববেন্দ্র বার্তা/ আবি