
ডেক্স রিপোট: ষষ্ঠবারের মত বিশ্বকাপ জয়ের লক্ষে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করে ব্রাজিল , যাতে নতুন চমক হিসেবে দলে স্হান পেয়েছে তাইসন৷ চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা নেইমারের পাশে আক্রমণভাগে শাখতার দনেৎস্কের তাইসনকে ২৩ সদস্যের দলে রেখেছেন কোচ তিতে৷ দলের চিকিৎসক রদ্রিগো লাসমার আশা করছেন, আগামী ৩ জুন অ্যানফিল্ডে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেই দেখা যেতে পারে নেইমারকে৷ পিএসজির হয়ে লিগ ওয়ানে ফেব্রুয়ারিতে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে ডান পায়ের পাতার মেটাটারসাল হাড় ভাঙার পর থেকেই মাঠের বাইরে নেইমার৷ আগামী ১৭ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ব্রাজিল৷ ‘ই’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ কোস্টারিকা ও সার্বিয়া৷
২৩ জনের ব্রাজিল দল
গোলরক্ষক: আলিসন, কাসিও, এদেরসন।
রক্ষণভাগ: দানিলো, ফাগনার, ফিলিপে লুইস, মার্সেলো, মার্কিনিয়োস, মিরান্দা, থিয়াগো সিলভা, পেদ্রো জেরোমেল৷
মধ্যমাঠ: রেনাতো আউগুস্তো, কাসেমিরো, ফিলিপে কৌতিনিয়ো, ফের্নানদিনিয়ো, পাওলিনিয়ো, উইলিয়ান, ফ্রেদ৷
স্ট্রাইকার: রবের্তো ফিরমিনো, গাব্রিয়েল জেসুস, নেইমার, দগলাস কস্তা, তাইসন৷
বরেন্দ্রবার্তা/নাসি/অপস