
জগতের আছে একটি মাত্র ভাষা
ভালোবাসা ভালোবাসা
জ্বলন্ত সব চাকার ওপর দিয়ে
ভালোবাসা তার ব্যাপ্তিকে যায় নিয়ে
নিরবতা দিয়ে ঢাকা তার শব্দেরা
বেহুলার চোখে লক্ষিন্দরের ফেরা
না বোঝা কথার যত অবগুণ্ঠন
আর নিভে আসা ঝাড়বাতি দশানন
ভাষা ভূবনের রহস্য চাবিকাঠি
চোখ ও পলক দুজনাই সহপাঠী
মুক্ত মাঠের রাখাল ছেলেরা জানে
মূক ভাষা পায় কতটা অ¤øজানে
প্রিয়তম জানে প্রতীক্ষা কত দামি
বলিদান বোঝে শাশ্বত সংগ্রামী
কত বিজ্ঞানী দার্শনিকের মতো
জানা অজানার দোলাচলে বিক্ষত
কত অভিবাসী সাত সমুদ্র পারে
কোনোমতে বাঁচে দোভাষীর কারাগারে
আর মুক্তির প্রসঙ্গ যদি আসে
তারাই স্বাধীন যারা শুধু ভালোবাসে
জীবন ও জগতে একটাই পরিভাষা
ভালোবাসা ভালোবাসা