
আমানুল্লাহ আমান, রাজশাহী : রাজশাহীতে মেস ভাড়া নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে মেস মালিকদের সাথে মতবিনিময় করেছেন সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সোমবার বিকেলে নগর ভবনের সিটি হলরুমে মহানগর মেস মালিক সমিতির নেতৃবৃন্দ ও মেস মালিকদের সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় শিক্ষার্থীদের মেস ভাড়া নিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সাথে আলোচনা করে শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফ ও মালিকদের দাবির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র লিটন।
এর আগে ‘রাজশাহীতে মেসভাড়া মওকুফের দাবি’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসে।
এরইমধ্যে শিক্ষানগরীর ২ লক্ষাধিক ছাত্রছাত্রীর যৌক্তিক দাবির পক্ষে লেখালেখি শুরু করেন রাজশাহীর তরুণ সাংবাদিক আমানুল্লাহ আমান।এবিষয়ে টেলিভিশন চ্যানেল ও সোশ্যাল মিডিয়াতে জোরালো দাবি উত্থাপন করেন তিনি।
এরপর গত ১০ মে রাজশাহী জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন পুলিশ ও মেস মালিক সমিতির এক যৌথ সভায় মেস ভাড়ার ৪০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত হয়। মেস মালিকরা সভায় এ সিদ্ধান্ত মানলেও পরবর্তীতে নানাভাবে মেস ভাড়া আদায়ের চেষ্টা করেন। ভাড়ার জন্য শিক্ষার্থীদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দিতে থাকেন তারা। বরেন্দ্র বার্তা/অপস