
নিজস্ব প্রতিবেদকঃ মহামারি করোনার মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্পান। সুপার সাইক্লোন আম্ফান আরও এগিয়ে এসেছে। এখনো পূর্বের সংকেতই অব্যাহত আছে, তবে মহাবিপদ সংকেত আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে আম্ফানের গতিপথ আকস্মিক পরিবর্তন হয়ে রাজশাহীতেও আঘাত হানতে পারে। তাই সকলকে সতর্ক থাকতে অনুরোধ করছেন জেলা প্রশাসক হামিদুল হক। আজ সন্ধায় তার ফেসবুকে স্টাটাসের মাধ্যমে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
নিম্নে তার স্টাটাস তুলে দেয়া হলো:
আম্ফানের গতিপথ আকস্মিক পরিবর্তন হয়ে রাজশাহীতেও আঘাত হানতে পারে।সকলকে সতর্ক থাকতে অনুরোধ করা হল। জেলা প্রশাসক রাজশাহী।
এতিকে রাজশাহী আম্ফানের ক্ষয়ক্ষতি প্রতিরোধে জেলা জরুরি সাড়াদান কমিটির প্রস্তুতিমূলক সভা গঠন করা হয়েছে।
বরেন্দ্র বার্তা/অপস