নিজস্ব প্রতিবেদক: বিজয়া দশমীর মাধ্যমে আজ শেষ হচ্ছে দুর্গাপূজা। করোনা আর বৃষ্টি কারনে এবার অনেকটাই ম্লান উৎসব। তবে শেষ মুহুর্তে নেচে গেয়ে ঢাকের তালে মা দূর্গাকে বিদায় জানানো হচ্ছে।
এবার মা এসিছিলেন ভেলায়,ফিরে যাচ্ছেন হাতিতে। বিজয়া দশমীতে সিটি মেয়র খায়রুজ্জামান লিটন, সাংসদ ফজলে হোসেন বাদশা , রাকসুর সাবেক ভিপি ও সিপিবি রাজশাহী জেলা সাধারণ সম্পাদক রাগিব আহসান মুন্না, সাবেক মেয়র/সাংসদ মিজানুর রহমান মিনু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডাক্তার আব্দুল মান্নান, নিরাপদ সড়ক চাই এর জেলা সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটুসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ পূজার শুভেচ্ছা জানিয়েছেন।
দুপুরে সাংসদ ফজলে হোসেন বাদশা নগরীর আনন্দময়ী পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত রাজশাহীস্থ ভারতীয় হাইকমিশনের সহকারি হাইকমিশনার সঞ্জীব ভাটি, প্যানেল মেয়র শরিফুল ইসলাম বাবু প্রমুখ।
তারা সকলের মঙ্গল কামনা করেন।
দুপুর ১টা থেকে ফুদকিপাড়া ও আলুপট্টি ঘাটে প্রতিমা বিসর্জন শুরু হয়।
এ বছরের মত বিদায়, আসছে বছর মা আবার আসবেন এই প্রত্যাশায় ভক্তরামাকে বিদায় দিতে সকাল থেকেই মন্ত্রপাঠ,অঞ্জলী,শান্তিজল, ও সিঁদুর খেলায় মেতে উঠে। এছাড়া মিষ্টিমুখ, আপ্যায়ন, উপহার দেয়া-নেয়া চলছে।
এবার রাত ১০টার মধ্যেই প্রতিমা বিসর্জনের সময় বেঁধে দেয়া হয়েছে। গতবারের মত এবারে্ও সিটি কর্পোরেশনের সেচ্ছাসেবকরা প্রতিমা বিসর্জনে সহযোগিতা করছে।
যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে প্রতিমা বিসর্জনের এলাকা।
বরেন্দ্র বার্তা/ওরবা/অপস