
নিজস্ব প্রতিবেদক: মঙ্গলবার ( ১১ নভেম্বর) রাজশাহী বিভাগে আরও ৬৮ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মঙ্গলবার বিভাগের রাজশাহীতে সাতজন, নওগাঁয় ১৪ জন, নাটোরে ছয়জন, জয়পুরহাটে চারজন, বগুড়ায় ২৯ জন, সিরাজগঞ্জে সাতজন এবং পাবনায় একজন রোগী শনাক্ত হয়েছেন।
এ দিন বিভাগের ২৫ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে রাজশাহীর চারজন, নওগাঁর একজন, জয়পুরহাটের তিনজন, বগুড়ার ১২ জন এবং পাবনার পাঁচজন করোনা জয় করেছেন।
মঙ্গলবার বিভাগে নতুন করে কারও মৃত্যু হয়নি। বিভাগে এ পর্যন্ত ৩২১ জনের মৃত্যু হয়েছে করোনায়।
বিভাগে এখন মোট আক্রান্তদের সংখ্যা ২১ হাজার ৫১০ জন। এদের মধ্যে ২০ হাজার ৯৪ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৫৩৩ জন।
বরেন্দ্র বার্তা/অপস