
বিনোদন ডেস্ক: প্রবীণ অভিনেতা এটিএম শামসুজ্জামান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শনিবার সকাল সাড়ে আটটায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একুশে পদকপ্রাপ্ত এ অভিনেতা।
টেলিভিশন নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এসএ হক অলিক এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বুধবার শ্বাসকষ্ট শুরু হলে এটিএম শামসুজ্জামানকে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ড. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে ছিলেন তিনি। তিনদিন পর আজ না ফেরার দেশে চলে গেলেন এ গুণী অভিনেতা।
বরেন্দ্র বার্তা/অপস
সুত্র: যুগান্তর