
বোশেখ আসে বোশেখ আস
কালো মেঘের বৃষ্টি নিয়ে
বোশেখ আসে বোশেখ আসে
নুন পান্তার ঝাল নিয়ে।
বোশেখ আসে বোশেখ আসে
কাল বৈশাখি ঝড় নিয়ে
বোশেখ আসে অগ্নি রোদে
চাষির চোখে জল নিয়ে।
বোশেখ আসে বোশেখ আসে
আম কড়ালির দোল নিয়ে
বোশেখ আসে বোশেখ আসে
হালখাতার বোল নিয়ে।
বোশেখ আসে বোশেখ আসে
বর্গাচাষির ধান নিয়ে
মাটির হাঁড়ি বিড়াল ছানা
মিষ্টি রসের ফুল নিয়ে।
বোশেখ আসে বোশেখ আসে
পুতুল নাচের দোল নিয়ে
বোশেখ আসে খেলার মাঠে
দমকা বাতাস ঝড় নিয়ে।
বোশেখ আসে বোশেখ আসে
তাল পাখার রঙ নিয়ে
বোশেখ আসে খুশির বেশে
বর্ষবরন গান নিয়ে।