
বিনোদন ডেক্স : বিদেশি ছবি যে দেশে মুক্তি পায় না, তেমন বিষয় না। তবে কাকতাল হলেও সত্যি, এ সপ্তাহে নতুন ছবি মুক্তির তালিকায় দেশের একটি ছবিও নেই। আজ (২৭ জুলাই) একসঙ্গে মুক্তি পেল বিদেশের তিনটি ছবি!এরমধ্যে আছে ঢাকাই কিং খানের একটি টলিউড ছবি—দেশাত্মবোধের জায়গা থেকে সান্ত্বনা আপাতত এটুকুই।
অন্য দুটি ছবি হলিউডের।
এরমধ্যে শতাধিক হলে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘ভাইজান এলো রে’। অপর দুটি হলো- ডেনজেল ওয়াশিংটনের ‘দ্য ইকুয়ালাইজার- টু’ ও টম ক্রুজের ‘মিশন: ইমপসিবল-ফলআউট’। হলিউডের ছবি দুটি যথাক্রমে রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও ব্লকব্লাস্টার সিনেমাসে মুক্তি পেয়েছে।
শাকিব খানের ‘ভাইজান এলো রে’ সারাদেশের ১০৯টি সিনেমা হলে একযোগে প্রদর্শিত হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশে ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান ‘এন ইউ আহমেদ ট্রেডার্স’। এটি সাফটা চুক্তির আওতায় এনেছে প্রতিষ্ঠানটি।
প্রথমে যৌথ প্রযোজনায় নির্মাণের কথা হলেও পরে এটি ভারতীয় প্রযোজনায় তৈরি হয়।